অবশেষে পুলিশ প্রহরায় সম্পন্ন হলো মুসলিম পাত্রের সাথে হিন্দু পাত্রীর বিয়ে
শাকিল আহমেদ মুসলিম গোত্রের আর অসিতা বাবু হিন্দু গোত্রের। এই দু’জন সেই স্কুল থেকেই প্রেম করে আসছেন একে অপরের সাথে। ধর্মও তাদের প্রেমে বাধ সাধতে পারেনি। তাদের প্রেম নিয়ে আপত্তি নেই উভয় পরিবারের মধ্যে। কিন্তু যত আপত্তি তা সবই হিন্দু পরিষদ নেতা ও কর্মীদের।
আর তাই তো শাকিল ও অসিতার বিয়ে ভণ্ডুল করতে জরো হয় হিন্দু পরিষদ। বিয়ে বন্ধের দাবীতে তারা শতো শতো লোক বিক্ষোভ করতে থাকে। কিন্তু এতেও আটকানো যায়নি শাকিল ও অসিতার বিয়ে। তারা তাদের উভয় পরিবারের সম্মতি এবং উপস্থিতিতে বিয়ে করেন। আর তা সম্ভব হয় অসংখ্যক পুলিশের প্রহরায়। এ ঘটনাটি ভারতের কর্নাটকের মাণ্ড্যে।
জানা গেছে, অসিতা বাবু এবং শাকিল আহমেদ যুগল বিয়ে করবেন বলে জানাজানি
হওয়ার পরেই হুমকি দিচ্ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যেরা। বিয়ের কয়েকদিন আগে থেকে তারা বিক্ষোভও দেখাচ্ছিলেন পাত্রীর বাড়ির সামনে। তাদের দাবি, শাকিল নাকি জোর করে বিয়ে করতে চাইছেন অসিতাকে।
বিশ্ব হিন্দু পরিষদের কর্নাটক শাখার সভাপতি বি সুরেশ বলেন, ‘এ যদি সত্যিই প্রেমের সম্পর্ক হতো, তাহলে আপত্তি ছিল না। কিন্তু এই বিয়ে জোর করে দেওয়া হচ্ছে। বিয়ে করে মেয়ের ধর্ম পরিবর্তন করানো লাভ জিহাদ ছাড়া আর কিছুই নয়।’
সুরেশের কথা শুনে পাত্রপাত্রীপক্ষ স্তম্ভিত! মাণ্ড্যতে প্রতিবেশী ছিল শাকিল এবং অসিতার পরিবার। সেই সুবাদে একই স্কুল, একই কলেজ। পরে শাকিলেরা মাণ্ড্য থেকে চলে গেলেও সম্পর্কে ছেদ পড়েনি।
অসিতার বাবা নরেন্দ্র বলেন, ‘বিক্ষোভকারীদের জানাতে চাই, ভারতে আমরা সকলেই সমান।’ শাকিলের বাবা মুকতার আহমেদের কথায়, ‘আমাদের কাছে এ বড় আনন্দের দিন। কয়েকটা লোক যদি বিক্ষোভ দেখায়, তাতে কী’ই বা এসে যায়!’
এদিকে বিক্ষোভকারীদের হুমকি ধমকিতে কোন ঝুঁকি নিতে রাজি নন পাত্রীপক্ষ। তাই পুলিশে খবর দেওয়া হয়েছিল আগেই। ফলে পুলিশে পুলিশে সয়লাব ছিল বিয়েবাড়ি। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই বিয়ে হয়েছে অসিতা-শাকিলের।
উল্লেখ্য, হিন্দুত্ববাদী সংগঠনগুলির পক্ষ থেকে সাইফ আলি খান এবং কারিনা কাপুরকেও বিয়ের আগে হুমকি দেওয়া হয়েছিল। তাদের বিয়েকেও ‘লাভ জিহাদ’ অাখ্যা দিয়ে প্রচার চালানো হয়েছিল।
মন্তব্য চালু নেই