অবশেষে খেলার সুযোগ পাচ্ছে গণবির রাজনীতি ও প্রশাসন বিভাগ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) বার্ষিক ফুটবল খেলা থেকে বহিষ্কার হওয়া রাজনীতি ও প্রশাসন বিভাগকে আবারও খেলার সুযোগ দেওয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটি এক মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।

মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনসহ বাংলা সাহিত্য ও সংস্কৃতি এবং রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।

মিটিংয়ে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারকার্য সম্পাদিত হয়েছে এবং সকলের সম্মতিক্রমে রাজনীতি ও প্রশাসন বিভাগকে এবারের মতো খেলার জন্য পুনঃবিবেচনা করে অব্যাহতি উঠিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাজনীতি ও বাংলা বিভাগের খেলা গোলশূণ্য ড্র হয় এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাক্তিগত আক্রোশের ভিত্তিতে রাজনীতি বিভাগের দলের খেলোয়াড়রা বাংলা বিভাগের দলের খেলোয়াড়দের উপর চড়াও হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই