অবরোধ প্রত্যাহারে খালেদাকে ২ দিনের আল্টিমেটাম

এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে দুই দিনের মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার বিরুদ্ধে সংবিধান অনুযায়ী সরকার কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়াকে এ আল্টিমেটাম দেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘নিজ উদ্যোগেই বেগম জিয়াকে চলমান অবরোধ তুলে নিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। চাপ প্রয়োগ করে সরকারকে আলোচনায় বাধ্য করা যাবে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই