অফিসের কাজ ফাকি দিয়ে ঘুম: বসের সামনে ধরা খেল কর্মী
কাজের সময় অফিসের সোফায় ঘুমিয়ে পড়েছিলেন এক কর্মী। তবে ঘুমটা আর তার শান্তি মতো হয়নি। ধরা পড়ে গেলেন। তারও আবার একেবারে কোম্পানির মালিকের কাছে।
এমনটাই ঘটেছে খ্যাতনামা কোম্পানি ভার্জিন গ্রুপের এক কর্মীর ক্ষেত্রে। ঘুমাতে গিয়ে ওই কর্মী ধরা খেয়েছেন ভার্জিন গ্রুপের কর্ণধার ও বিখ্যাত ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসনের কাছে।
তিনি তার কোম্পানি ব্লগে লেখেন, ‘অফিসে আমার টিম কিভাবে কাজ করছে তা দেখার জন্য আমি সেখানে একটু ঢু মারি।’ ওই কর্মীর কথা উল্লেখ করে ব্রানসন লেখেন, ‘গিয়ে দেখলাম সে খুব ভালো অবস্থায় নেই। আমি তাকে ঘুমন্ত অবস্থায় ধরে ফেললাম।’
তিনি আরো লেখেন, ‘আমি যখন তাকে ডেকে তুললাম সে হতভম্ব হয়ে গেল। সে হয়তো ভাবছিল, সে স্বপ্ন দেখছে।’ তবে সৌভাগ্য ধরা পড়ে যাওয়ায় ওই কর্মীর তেমন কোনো ক্ষতি হয়নি। ব্রানসন তার ওপর ক্ষুব্ধ হননি। চলুন এ নিয়ে ফটোশপে তৈরি করা আরো কিছু ছবি দেখে আসি…
যদি কেউ জানতে পারে, বস ঠিক তার পেছনেই
যদি ঘুমন্ত লোকটি হয় বসের ছেলে
ঘুমটি যদি হয় কোনো সুন্দরীর ঘুম
মন্তব্য চালু নেই