অপেক্ষায় ছিলেন অর্থমন্ত্রী, গেলেন না গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ হয়নি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। আজ সোমবার বিকেলেই ভারতের দিল্লি থেকে দেশে ফেরেন গভর্নর আতিউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে সচিবালয়ের উদ্দেশেই রওনা দেন আতিউর রহমান। কিন্তু মাঝপথে এসে নিজ বাসভবনে চলে যান গভর্নর। এরই মাঝে উভয়ের মধ্যে ফোনে আলাপ হয়েছে বলে জানা যায়।

উভয়ের সাক্ষাৎ শেষে ৪টার পর সাংবাদিকদের ব্রিফিং করার কথা। সাক্ষাৎ না হওয়ায় নির্ধারিত ব্রিফিংটি বাতিল করা হয়।

গভর্নর সচিবালয়ের না এলেও সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নিজ কার্যালয়ে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, আগামীকাল সকাল ১১টায় সচিবালয়ে এ ব্যাপারে ব্রিফিং করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় বিকেল ৪টার পর যে ব্রিফিং ছিল তা বাতিল হয়েছে।

চলতি মাসেই প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থের কিছু অংশ চুরি হয়ে গেছে। এ ব্যাপারে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের তীব্র সমালোচনা করে অর্থমন্ত্রণালয়। অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের অদক্ষতার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

এমন ঘটনার মধ্যেই দিল্লিতে তিনদিনের এক সেমিনারে ব্যস্ত ছিলেন গভর্নর ড. আতিউর রহমান।



মন্তব্য চালু নেই