অপুকে নিয়ে মুখ খুললেন শাকিব!
অপু বিশ্বাস ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকা। কিন্তু বেশ কিছু দিন ধরেই কানাকানি হচ্ছে নায়িকা অপুকে নিয়ে। কোন প্রকার যোগাযোগ ছাড়াই তিনি রয়েছেন। চলচ্চিত্র সংশিষ্ট কেউই তার কোন সন্ধান দিতে পারছেন না। এদিকে তার নিখোঁজ হবার কারণে অনেক ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে।
তবে তার নিখোঁজ হওয়ার খবার নিয়ে বাংলা চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খান বললেণ ব্যতিক্রম কিছু। তিনি বলেন, অপু এর আগেও অনেক সময় কিছু না বলে বা না জানিয়ে গোপনে থেকেছেন। এবারও এর ব্যতিক্রম কিছু না। অপু আমি সফল জুটি। তার সাথে আমার অনেক ছবি হিট হয়েছে। হয়েছে ব্যবসা সফল। বিগত সময়ও কিছুদিন বিরতির পর নতুন অপু ঠিকই ফিরে এসেছিলেন। এবারও সেটাই হবে আশা করি।
শাকিব বলেন, আমার সঙ্গে তার অধিকাংশ ছবিই সফল। তার এই বিরতিকে আমি সমর্থন করি এবং ইতিবাচকভাবেই দেখি। অনেকেই জানেন, শাবনূরও এমন করেছিলেন একবার। নতুন শাবনূর ফিরেছিলেন আরও সুন্দরী হয়ে। অপুর ক্ষেত্রে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটছে বলেই আমি বিশ্বাস করি।’
মন্তব্য চালু নেই