অপি ও শখের নাচে মাতবে দুই হাজার দর্শক

বর্নাঢ্য, আলোকোজ্জ্বল আয়োজনের মধ্য দিয়ে গুনীদের সম্মাণনা দিচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী জুয়েলারি প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পাচ্ছেন ২৭ গুনী। দেশের শ্রেষ্ঠ সন্তানদের এই মিলনমেলায় থাকছে তারকাদ্যুতিও। এতে পারফর্ম করবেন শোবিজ ও সংস্কৃতি অঙ্গণের তারকা শিল্পীরা। অনুষ্ঠান উপভোগ করবেন হাজার দুয়েক দর্শক।

আগামী ২ জানুয়ারি ২০১৬, শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, জুরি বোর্ডের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।

আর এই অনুষ্ঠানটিতে দীর্ঘদিন পর এম আর ওয়াসেকের কোরিওগ্রাফিতে দেশের গানের সঙ্গে নাচবেন অপি করিম। পাহাড়ি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন পাবর্ত্য অঞ্চল থেকে আসা নৃত্যশিল্পীরা। রূপনগরের রাজকন্যা- গানের সঙ্গে নাচবেন আনিকা কবির শখ। সঙ্গে থাকবেন এক ঝাঁক নৃত্যশিল্পী।



মন্তব্য চালু নেই