‘অন্য দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিৎ’
রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিৎ বলে মন্তব্য করেছেন ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী মোগেন্স জেনসেন। বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকর পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যে সঙ্কট চলছে তাতে আমরা উদ্বিগ্ন। তবে আমরা সরকারকে বিশ্বাস করি। সঙ্কট নিরসনে তাদের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করা উচিৎ।
মন্তব্য চালু নেই