অন্য উচ্চতায় ভুবেনশ্বর

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বড় কিছু অর্জন যে কারোর জন্যই বিশেষ কিছু। দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ভুবেনশ্বর কুমার সেরকম একটি কীর্তিই গড়লেন। এদিন লর্ডসে তিনি ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে পাঁচ বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন।

শুধু তাই নয়, ছাপিয়ে গেছেন নিজেকেও। ৮২ রান দিয়ে ৬ উইকেট ভুবেনশ্বরের ক্যারিয়ার সেরাও। লর্ডসে তৃতীয়বার কোন ভারতীয় বোলারের ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব এটি।

এর আগে লর্ডসে ১৯৩৬ সালে অমর সিং ৩৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তারপর প্রখ্যাত স্পিনার বিষেং সিং বেদি ১৯৭৪ সালে ৬ উইকেট নিতে খরচ করেছিলেন ২২৩ রান।

সেঞ্চুরি কিংবা ৫ উইকেট পেলে নাম খোদাই করা হয় লর্ডসের অনার্স বোর্ডে। এই টেস্টে যে কাজটা ভুবেনশ্বরের আগেই করেছিলেন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে (১০৩)।



মন্তব্য চালু নেই