অন্যের জিনিস ব্যবহারে সাবধান

সম্পর্ক গভীর হলে আমরা না ভেবে অনেক কিছুই শেয়ার করে ফেলি। আবার প্রিয়, খুব কাছের বন্ধুর সঙ্গে মেকআপ, রেজর অনেক কিছুই শেয়ার করি। একই পরিবারে অনেক সময় এক সাবান, তোয়ালে গোটা পরিবারের সব সদস্য ব্যবহার করেন। কিন্তু জানেন কি কিছু কিছু জিনিস কখনোই একে অপরেরটা ব্যবহার করা উচিত নয়? জেনে নিন কোন কোন জিনিস রয়েছে এই তালিকায়।

-সাবান, গা মাজনি বা গোসলের কোনো সামগ্রী একে অপরেরটা ব্যবহার করা উচিত নয়।

-বডি স্প্রে একে অপরেরটা ব্যবহার করা যায়। কিন্তু ডিওডোরেন্ট কখনোই একে অপরেরটা ব্যবহার করবেন না।

-একজন যদি বোতলের মুখে মুখ লাগিয়ে পানি পান করেন, তাহলে অন্য কেউ সেই বোতলে অবশ্যই পান করবেন না।

-অনেক সময়ই দুই ভাই বা দুই বন্ধু একে অপরের রেজর ব্যবহার করে থাকেন। দাড়ি কামাতে গিয়ে অনেক সময়ই কেটে যায়। তাই কখনোই রেজর শেয়ার করবেন না।

-অনেক সময় স্বামী-স্ত্রী একে অপরের টুথব্রাশ ব্যবহার করে থাকেন। এটা একেবারেই করবেন না।

-গোসলের তোয়ালে হোক কিংবা হাত বা মুখ মোছার। কখনোই একে অপরের তোয়ালে ব্যবহার করা উচিত না।

-নখের তলার চামড়ায় অনেক ময়লা, জীবাণু জমে থাকে। তাই একে অপরের নেইল কাটার ব্যবহার করবেন না।

-মাথায় অনেক ধুলোবালি জমে। যার থেকে অত্যন্ত ক্ষতিকারক সংক্রমণ ছড়াতে পারে। এই কারণে একে অপরের চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার করবেন না।

-একে অপরের কাজল, লিপস্টিক, মাসকারা, মেকআপ ব্রাশ ব্যবহার করলে সংক্রমণ, ত্বকের অ্যালার্জি ছড়াতে পারে।

-কান, নাকের ফুটোয় অনেক ময়লা জমে থাকে। অনেক সময় দুল, নাক ফুলে শুকনো চামড়া লেগে থাকে। খুলতে দিয়ে বা পরতে গিয়েও রক্ত বেরোতে পারে। তাই এইগুলো শেয়ার করা উচিত না।

-দুই বোন, দুই ভাই বা কাছের বন্ধুরা প্রায়শই একে অপরের অন্তর্বাস ব্যবহার করে থাকেন। এটা কখনোই উচিত নয়।

-এক দুই বার ব্যবহার করতে পারেন। কিন্তু নিয়মিত একই ইয়ারফোন দুজন ব্যবহার করলে সংক্রমণ ছড়াতে পারে।



মন্তব্য চালু নেই