অন্তরঙ্গ শাকিব-তিশা
বাণিজ্যিক চলচ্চিত্র মানেই নাচে গানে ভরপুর বিনোদন। দর্শক আকৃষ্ট করতে নানারকম ভোজভাজিও দেখা যায়। ছোটপর্দার লাজুক মেয়েটিও বাণিজ্যিক সিনেমায় হয়ে ওঠেন বেশ খোলামেলা। সিনেমা পাড়ার লোকজন বিষয়টিকে মজা করে বলেন ‘সাহসী অভিনেত্রী’।
এবার সেই সাহসী অভিনেত্রীর তালিকায় যুক্ত হলেন টিভি পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা।
ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিশা। শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় প্রথমবার দেখা যাবে এই জুটিকে। এ সিনেমার রোমান্টিক দৃশ্যে বেশ অন্তরঙ্গভাবেই দেখা যাবে তাদের।
সিনেমাটিতে তিশা অভিনয় করছেন সিমি নামের এক সাংবাদিকের চরিত্রে। শাকিব-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন আঁচল ও সঙ্গীতশিল্পী পড়শি, মিশা সওদাগরসহ অনেকে। থাইল্যান্ডে সিনেমাটির দৃশ্যধারণের অংশ নিচ্ছেন শিল্পীরা।
বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত সিনেমাটি এ বছরই বড় পর্দায় মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন সঙ্গীতশিল্পী পড়শী।
মন্তব্য চালু নেই