অন্তরঙ্গ দৃশ্যে হৃতিক-পূজা
হৃতিক রোশন খুব ধীরে সুস্থে কাজ করতে ভালবাসেন। এই কারণেই দুটো ছবির মাঝে বেশ কিছুদিন বিরতি নিয়েছেন। গতবছর মুক্তি পায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ ছবি ভালোই হিট হয়েছিল। তারপরে এই বছরের শুরু থেকে তিনি ‘মহেঞ্জোদারো‘ র শ্যুটিং শুরু করেছেন।
শোনা যাচ্ছে এই ছবির পর করণ জোহার পরিচালিত একটি ছবিতে দেখা যাবে তাকে। যাই হোক মহেঞ্জোদারো ছবির সেট থেকে পাওয়া গেছে কিছু নতুন তথ্য। এই ছবিতে হৃতিককে এবং ছবির নায়িকা পূজা হেজকে একটা অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে।
‘অগ্নিপথ‘ ছবিতে হৃতিক এবং প্রিয়াঙ্কা চোপড়ার এমনই একটা দৃশ্য ছিল। তবে শোনা যাচ্ছে সেই দৃশ্য নাকি এই ছবির সামনে কিছুই নয়। আড়াই মিনিটের এই অন্তরঙ্গ দৃশ্য নাকি একটা গুহার মধ্যে শ্যুট করা হবে। পূজা নাকি এই দৃশ্যটা নিয়ে বেশ টেনশনে আছেন। অনেকেই বলছেন এখন পর্যন্ত ভারতীয় সিনেমার সব থেকে ইরোটিক লাভ মেকিং সিন নাকি দেখা যাবে‘মহেঞ্জোদারো‘ ছবিতে।
মন্তব্য চালু নেই