অন্তঃস্বত্ত্বা হওয়ার গুজবে মুখ খুললেন কারিনা

কারিনা কাপুর অন্তঃস্বত্ত্বা হয়েছেন, গত দুদিন এমন গুঞ্জনে মুখরিত ছিলো বলিউড পাড়া। অবশ্য এমন গুজব ছড়ানোর পেছনে যথেষ্ট কারণও ছিলো। সম্প্রতি কারিনা শরনাপন্ন হয়েছিলেন মুম্বাইয়ের এক গাইনোককোলজিস্টের। আর এতেই বলিউড জুড়ে রটে এমন গুজব।

তবে সামান্য মেডিকেল চেক আপের জন্য এমন গুজব রটাতে বেজায় চটেছেন নবাব পত্নী। আর তাই জানিয়ে দিলেন মিডিয়ার কাছে।

নিজের অন্তঃস্বত্ত্বার খবর নিয়ে কারিনা বলেন, ‘অন্তত আগামী দু বছর এমন কিছু হবার সম্ভাবনা নেই। আর সাইফের একটি সন্তান আছে। তাই শিগগিরই সন্তান জন্মদানে আগ্রহী নই আমরা।’

এছাড়াও কারিনা বলেন, গাইনোকোলজিস্টের কাছ যাওয়াটা ছিলো একটি স্বাভাবিক মেডিকেল চেকআপ। তা নিয়ে এতো মাতামাতি হতাশাজনক।



মন্তব্য চালু নেই