অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করলেন ক্রিসি টাইগেন
মার্কিন মডেল ক্রিসি টাইগেন সম্প্রতি মা হতে চলেছেন। তিনি এখন তার স্বামী জন লিজেন্ডের সাথে নেভিতে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে নিজের একটি অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন মিডিয়ায়।
ছবিটিতে দেখা যাচ্ছে, ৩০ বছর বয়সী এই মডেল একটি ফায়ারপ্লেসের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। গত অক্টোবরে মা হোয়ার খবর দিয়েছিলেন ক্রিসি। সেসময় তিনি জানিয়েছিলেন, মা হওয়ার জন্য এই দম্পতি ‘ফারটিলিটি’ (বাচ্চা হওয়ার জন্য গাইনি চিকিৎসা) ট্রিটমেন্টের সাথে কেমন সংগ্রাম করেছেন।
এই সপ্তাহের শুরুতেই ক্রিসি ও তার স্বামী জন জানালেন তারা একটি মেয়ে সন্তানের গর্বিত মা বাবা হতে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই