অনৈতিক সম্পর্ক : স্ত্রী ও প্রেমিককে খুঁটিতে বেঁধে পেটাল স্বামী!

বাড়ির বারান্দার পিলারে দড়ি দিয়ে বেঁধে স্ত্রীকে পেটাচ্ছেন স্বামী। পাশেই আর একটি পিলারে বেঁধে রাখা হয়েছে এক যুবককে। ধোলাই দেওয়া হচ্ছে তাঁকেও। আর প্রকাশ্যে এই ঘটনা চাক্ষুষ করছেন অনেকে। গোটা ঘটনাটি বসে উপভোগ করল শিশু থেকে বৃদ্ধ। কিন্তু, এগিয়ে এসে বাধা দিলেন না কাউকেই।

সম্প্রতি ভারতের এই ঘটনাটির এমনই একটি ভিডিও ফেসবুক পেজে ভাইরাল। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁদের এই শাস্তি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি কোন জায়গার, তা নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। উত্তর ভারতের কোনো এক রাজ্যের ঘটনা বলে মনে করা হচ্ছে।

কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। ছবি পোস্ট করে জানিয়েছেন, এক ফলোয়ারের পাঠানো ছবি শেয়ার করেছেন তিনি। বাকি ঘটনা নিয়ে বিশেষ কিছু জানা নেই তাঁর।



মন্তব্য চালু নেই