‘অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমীকে জড়িয়ে ধরলেন শাবনূর’

আগেই কথা ছিল চলতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দেশে ফিরছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কথামতোই সম্প্রতি একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরলেন তিনি! আর ফিরেই একে একে সাক্ষাৎ করছেন সহকর্মীদের সঙ্গে!

সদ্য দেশে ফিরলেন শাবনূর। আর ফিরেই একে একে পুরনো সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। প্রথমে সাক্ষাৎ করলেন পুরনো সহকর্মী ওমর সানি, মৌসুমী ও অমিত হাসানের সঙ্গে! আর সেকথাই জানালেন চিত্রনায়ক ওমর সানি।

সোমবার দুপুরে নিজের ফেসবুকে শাবনূরের সঙ্গে বেশকিছু স্থিরচিত্র দিয়েছেন ওমর সানি। সেখানে শাবনূরের সঙ্গে অনেকদিন পর দেখা হওয়ায় বেশ আপ্লুতও মনে হলো তাকে।

দীর্ঘদিন পর শাবনূরের সঙ্গে সাক্ষাতের পর ওমর সানি আপ্লুতকণ্ঠে বলেন, শাবনূরকে অনেকদিন পর দেখলাম। অনেক কথা হলো। পাশে ছিল অমিত হাসান ও তার স্ত্রী লাবনী। মৌসুমী’র জন্য অপেক্ষা করছিলাম। মৌসুমী আসলো, অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমী’কে জড়িয়ে ধরলেন শাবনূর।

আর এমন সাক্ষাতের জন্য চিত্রনায়িকা রোজিনাকে ধন্যবাদ জানালেন ওমর সানি।



মন্তব্য চালু নেই