অনেক দিন পর দেখা, তাই বুকে জড়িয়ে নিলেন টাইগার দলপতি

দুই জনই পেস বোলার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিংয়ের নেতৃত্ব দিয়ে থাকেন তারা দুজনই। একজন বাঁ-হাতি অন্যজন ডানহাতি। দু’জনই বাংলাদেশের কোটি মানুষের ভালবাসার প্রথম নাম। এ দু’জন হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রায় দুইমাস পর মঙ্গলবার আবারও পরস্পরের সাক্ষাৎ পেলেন এ দুই তারকা। মিরপুরের বিসিবি কার্যালয়ে মুস্তাফিজকে পেয়েই বুকে জড়িয়ে নিলেন মাশরাফি। তখনই ক্লিক করে উঠলো ফটো সাংবাদিকদের বেশ কিছু লেন্স। একই ফ্রেমে বন্দী হযে গেলেন বাংলার দুই নায়ক।

প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান।

দুর্দান্ত বোলিং করে নিজের দল সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে সোমবার দেশে ফিরেছেন তিনি। আজ দুপুরেই মুস্তাফিজ আসেন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে। এখানে এসেই দেখা পান নিজের প্রিয় মানুষ মাশরাফির।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মুস্তাফিজ। তবে বিশ্বব্যাপি তার উত্থান ভারত সিরিজ থেকে। ওই সিরিজে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। এরপর গড়েন একের পর এক নতুন ইতিহাস।

মুস্তাফিজের যাত্রাটা ক্রিকেটে নতুন হলেও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের জন্য অনেক পুরনো নাম। বহু যুদ্ধের নায়ক এ ক্রিকেটার মুস্তাফিজের মতই দারুণ সম্ভবনা নিয়ে এসেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে; কিন্তু একের পর এক ইনজুরির কবলে পড়ে, নিজের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারেননি। তবে এগারোবার হাঁটুতে অস্ত্রোপচার করার পরও বাংলাদেশকে দু’হাত ভরে দিয়েছেন এ পেসার।



মন্তব্য চালু নেই