অনেক কেন্দ্রেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্ট নেই

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এজেন্ট বিষয়ে যা ভাবা হয়েছিল তাই হয়েছে। ঢাকার দুটি সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্ট নেই অনেক ভোটকেন্দ্রেই। কেউ যাতে এজেন্ট না হয় সেজন্য ভয়-ভীতি দেখানোর আগেই অভিযোগ করেছে বিএনপি।

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর অনুষ্ঠিত এই নির্বাচনটি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলো সরাসরি মাঠে নামায় এটি একটি জাতীয় রূপ পেয়েছে।

ঢাকায় প্রথমবারের মতো দক্ষিণ ও উত্তরে দুজন আলাদা মেয়র পেতে যাচ্ছেন বাসিন্দারা।

নিরাপত্তা বজায় রাখতে শহরগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শহর দুটিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অননুমোদিত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকায় কেন্দ্রগুলোতে ভোটারদের সমাগম এখনো শুরু হয়নি। চট্টগ্রামেও একই অবস্থা।

সকাল সকাল ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই