অনুষ্কাকে সারপ্রাইজ দিতে শুটিং স্পটে বিরাট!
তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই মুহূর্তে বি-টাউনে তো এটা ওপেন সিক্রেট। তাঁরা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কিন্তু তাও অনুষ্কাকে সারপ্রাইজ দিতে সম্প্রতি তাঁর শুটিং স্পটেই নাকি হাজির হয়েছিলেন বিরাট কোহলি! ‘ফিলাউরি’র শুটিংয়ের এমনই একটি ছবি এখন ভাইরাল ওয়েব দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের জন্য মেকআপ করে রেডি নায়িকা। কানে ফোন। আর সামনে নীল গেঞ্জিতে হাজির এক আগন্তুক। যাঁকে দেখে বেশ চমকে গিয়েছেন তিনি। বলি মহলের একটা বড় অংশ বলছে, ওই আগন্তুকই হলেন বিরাট কোহলি। ‘ফিলাউরি’র শুটিং চলছে বারাদরি প্যালেসে। পরে বিরাট ওই প্যালেসের ছাদ থেকে সেলফি তুলে তা পোস্ট করেন। ফলে এই জল্পনা আরও দৃ়ঢ় হচ্ছে। এই রোমান্টিক কমেডির প্রযোজকও খোদ অনুষ্কা।
মন্তব্য চালু নেই