আজও ফিরে এলেন নেতারা :
অনুমতি না পেলেও সমাবেশে অনড় বিএনপি
দ্বিতীয়বারের মতো রাজধানীতে সমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলেও কারো সাক্ষাত পায়নি বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেলেও দলটির তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ পাননি।
পরবর্তী সময়ে আবার শনিবার সকালে দলের চেয়ারপাসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। তার সঙ্গে ছিলেন, দলের প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
কিন্তু আজও তাদেরকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নেই বলে সেখান থেকে জানানো হলে বিএনপি নেতারা চলে আসেন। তাদের জানানো হয়, পুলিশ কর্তারা ইজতেমার কাজে ব্যস্ত থাকায় সাক্ষাৎ দিতে পারছেন না। পরে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের জয়নুল আবদিন ফারুক বলেন, “অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারির মহাসমাবেশের করবে বিএনপি। তবে আমরা আশা করি সরকার অনুমতি দেবে।” অনুমতি না পেলে বিএপি কোথায় সমাবেশ করবে তা পরে জানানো হবে বলেও জানান ফারুক।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী, শাপলা চত্বর এবং নয়া পল্টনের যেকোনো একটি স্থানে মহাসমাবেশ করতে ডিএমপির কাছে লিখিত আবেদন করে বিএনপি।
মন্তব্য চালু নেই