অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় পাবনার চিনি মিল

পাবনা চিনি মিলের ওয়াকার্স ইউনিয়ন অভিযোগ করেন, অনিয়ম দুর্নিতী আর সেচ্ছাচারিতায় চলছে পাবনা চিনি মিল।
সুত্রে জানা যায়, জেলার কালিকাপুরে১৯৯২ সালে মিলের ভিত্তি প্রস্তর নির্মান করা হয়।

১৯৯৮ সালে উৎপাদন শুরু হওয়ার পর থেকে কতিপয় রাজনৈতিক নেতা ও কিছু দুনিতিবাজ কর্মকর্তার করনে এ মিলের লোকসান বাড়কে থাকে। বর্তমানে এ লোকসান প্রায় ১ কোটি টাকা। গত জুলাইয়ে এ মিলে পরিচালক হিসেবে আবুল কালাম আজাদ যোগ দেন। যিনি ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়র। কিন্তু নিয়ম মতে এখানে কৃষিবীদ যোগ দেয়ার কথা। তিনি মাঠ পর্যায়ে শ্রমিক নিয়ে কাজ করেন না।

বিশেষ কায়দায় স্থগিত করেছেন ওয়ার্কাস নির্বাচন। বিনা টেন্ডারে ৪৫লাখ টাকার গোডাউন নির্মান করেছেন। নিয়োগ প্রমোশনে করছেন অনিয়ম।



মন্তব্য চালু নেই