অনিশ্চয়তা কাটিয়ে ‘ভালোবাসতে মন লাগে’

বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ‘ভালোবাসতে মন লাগে’ ছবির শুটিং। কিন্তু সেন্সর জটিলার কারণে ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষ সকল অনিশ্চয়তা দূরে ঠেলে রোববার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে কালাম কায়সার পরিচালিত ‘ভালোবাসতে মন লাগে’ ছবিটি।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ভালোবাসতে মন লাগে’ ছবির গল্প। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত নায়ক হৃদয় চৌধুরী ও চিত্রনায়িকা নির্জনা।

ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, শবনম পারভিন, গুলশান আরা বেগম ও সীমান্ত।

ছবিতে ৫টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, ন্যান্সি, বেবী নাজনীন, কোনাল ও রূপম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন।

শিগগিরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক কালাম কায়সার।



মন্তব্য চালু নেই