অনাবাসিক নাগরিকরা ‘সঞ্চয় হিসাব’ খুলতে পারবেন
এখন থেকে অনাবাসিক নাগরিকগণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সকল অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশি, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে, তাদেরকে ‘অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই হিসাব খুলতে পারবেন। সার্কুলারে বলা হয়, হিসাবধারী ব্যক্তিগণ যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসার পর যোগ্য ব্যক্তিগণও যে কোন সময় এ রকম হিসাব খোলার অনুমতি পাবেন।
মন্তব্য চালু নেই