অনাকাঙ্খিত ঘটনার মুখে বিপাশা!
মুখ পড়লো বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসুর। তবে কোন চলচ্চিত্রের দৃশ্যে নয়, সত্যি সত্যি মুখ পড়েছে তার। আর এই অনাকাঙ্খিত ঘটনাটির মাধ্যমে বেশ বিপাকেই পড়েছেন এ অভিনেত্রী। হেয়ার স্টাইলিস্টের গাফিলতির কারণেই বিপাশার মুখ এর অল্প একটু জায়গা পুড়েছে।
গতকাল সকালে চুলের পরিচর্যার জন্য পরিচিত পার্লারেই গিয়েছিলেন বিপাশা আর সেখানেই ঘটল অনাকাঙ্খিত এই ঘটনা। এ পার্লারে চুল পরিচর্যার সময় মেশিন হেয়ার স্টাইলিস্টের হাত থেকে হঠাৎ করেই পড়ে যায় বিপাশার মুখ বেয়ে হাতে।
মেশিনটি গরম হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই মুখ এবং হাতের বেশ কিছুটা পুড়ে যায়। এ নিয়ে বিপাশা বেশ ক্ষুব্ধ। কারণ এ ঘটনার জন্য ওই হেয়ার স্টাইলিস্টের কোন অনুশোচনাই ছিলো না।
এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সে ছিল ভাবলেশহীন। বৃহস্পতিবার রাতে বিপাশা তার ইনস্টাগ্রামে পুড়ে যাওয়া মুখের একটি ছবিও পোস্ট করেছেন।
মন্তব্য চালু নেই