অনাকাংখিত এক বিশ্ব রেকর্ড করলেন সাকিব আল হাসান

অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেল ওয়েলিংটন টেস্টে। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে উল্লসিত ছিল টাইগার প্রেমীরা। তবে আজকের রেকর্ডটি না লিখতে পারলেই হয়তো ভালো লাগত সাকিবের। ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও শূন্যের রেকর্ড গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। যে ইতিহাসের চড়া মূল্য দিতে হলো বাংলাদেশকে।

এমন পরাজয়ে মুশফিক বলেন, “ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব পালন করেছেন বোলাররা সেভাবে তা পারেননি। প্রথম ইনিংসে এত বড় রেকর্ড রান সংগ্রহের পরও এভাবে হেরে যাওয়াতে আমি বেশ হতাশ।”



মন্তব্য চালু নেই