অনলাইনে জেনেট জ্যাকসনের নগ্ন ছবি ফাঁস
অনলাইনে নগ্ন ছবি প্রকাশের শিকার হলেন পপ স্টার জেনেট জ্যাকসন। তিনটি ছবি প্রকাশ করে বলা হয় যে এগুলো প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের বোন জেনেটের ছবি।একটি ব্লগ স্টাইল ওয়েবসাইট এ ছবিগুলো প্রকাশ করে।
এইস শোবিজ এক প্রতিবেদনে জানায়, মিডিয়া টেক আউট নামের ওই ওয়েবসাইটটি নগ্ন হয়ে সূর্যস্নানের ছবি প্রকাশ করে দাবি করেছে, এগুলো জ্যানেট জ্যাকসনের ছবি।
ছবিগুলোর ক্যাপশনে তারা লিখেছে, পাপারাৎজ্জিরা জেনেট জ্যাকসনের গোপনীয়তা ভঙ্গ করেছে… তারা তার কিছু নগ্ন ছবি তুলেছে… এমন সময় যখন তিনি খেয়াল করেননি।
প্রথম ছবিতে দেখা গেছে ছোট কোঁকড়া চুলের এক নারীকে, যিনি একটি লোশন ধরে দাঁড়িয়ে আছেন সাদা তোয়ালে দিয়ে সাজিয়ে রাখা একটি লাউঞ্জে। দ্বিতীয় ছবিতে ওই একই নারীকে দেখা গেছে শুয়ে থাকতে। তৃতীয় ছবিতে হালকা নীল রঙের নেইলপলিশ পরা ওই নারী পেছন ফিরে শুয়ে আছেন।
ছবিগুলো দেখে মনে হয় ব্যক্তিগত বাসভবনেই তোলা হয়েছে এগুলো। ছবিগুলো যদি সত্যিই জ্যানেট জ্যাকসনের হয়ে থাকে, তবে ৪৮ বছর বয়সী এই গায়িকাই হবেন সাইবার যৌন সন্ত্রাসের সর্বশেষ শিকার।
মন্তব্য চালু নেই