‘অধিনায়কত্ব অধ্যায়ের স্বর্ণযুগে রয়েছেন মাশরাফি’

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে হতে চলছেন? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিট জানিয়েছিলেন সাব্বির ও সৌম্যের নাম।

এ দু’জনকে ভবিষ্যৎ অধিনায়ক বললেও বর্তমান অধিনায়ক মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন হিথ স্ট্রিক। ‘মাশরাফির সাথে কোচ এবং খেলোয়াড়দের সাথে যে সম্পর্ক তাতে অস্বীকার করার অবকাশ নেই যে তার অধিনায়কত্ব অধ্যায়ের স্বর্ণযুগে রয়েছেন মাশরাফি।’

গত দুই বছর নিজের দ্বিতীয় ঘরের মত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আঁকড়ে ছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক। কিন্তু আইপিএলে কোচিং করাতে গিয়েই যেন মত পাল্টে গেল তার। বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ান এই জিম্বাবুইয়ান।



মন্তব্য চালু নেই