অদ্ভুত যত মূত্রপাত্র

বিশ্ব চিত্রশিল্পের ইতিহাসে বড় ধাক্কাটি দেন মার্সেল দুসাম্প ১৯১৭ সালে। সেই বছর প্যারিসের একটি আর্ট প্রদর্শনীতে আর্ট হিসেবে তিনি সর্বপ্রথম একটি মূত্রপাত্রকে তুলে আনেন এবং সেই আর্টের গায়ে আবার তার সাক্ষর দেয়াও ছিল। এই ঘটনায় তৎকালীন সময়ে প্যারিস, লন্ডন, মিউনিখসহ বিভিন্ন দেশের শিল্প সমালোচকরা ক্ষোভে ব্যাপক সমালোচনা করেছিল মার্সেলের। কিন্তু তাতে অবশ্য মার্সেলের কিছুই হয়নি। উল্টো একের পর এক এরকম উদ্ভট(শিল্প সমালোচকদের চোখে) শিল্পকর্মের জন্ম দিতে থাকেন তিনি।

তৎকালীন সময়ে মার্সেল বেশ সমালোচিত হলেও বিশ্বশিল্পের ভাণ্ডারে তার কাজটি মাইলফলক হয়ে থাকে। দুসাম্পের সেই সময় থেকে আরও অনেক শিল্পী মূত্রপাত্রকে নিয়ে অনেক কাজই করেছেন। একবিংশ শতাব্দীর এই সময়ে সেই শিল্পকে এখন পুঁজিবাদী সময় বাস্তবতায় নিয়ে এসেছে বিভিন্ন স্থানে। সম্প্রতি একদল আলোকচিত্রী বিভিন্ন স্থানে নির্মিত এমন কিছু অদ্ভুত মূত্রপাত্রের ছবি তুলে এনেছেন, যেগুলো না দেখলে বোঝা যাবে না শিল্পের সুররিয়্যালিজম কিভাবে বাস্তবে প্রয়োগ হয়েছে।

comod MSIC PE PEE PLUS



মন্তব্য চালু নেই