অদ্ভুত ফেসবুক প্রেমিকা
– আমার হাসি যে সুন্দর সেটা আমি জানি। এভাবে ঢোল পিটিয়ে বলার কি আছে
– তোমার সাথে তোমার ফেসবুক নামটা কেমন যেন খাপছাড়া লাগে
– আমার কাছে খাপ টাপ নেই, থাকলে লাগিয়ে দিতাম
– নামটা চেঞ্জ করো
– করবো না
– কেনো
– আমার ইচ্ছা
– ধন্যবাদ হুতুম পেঁচা
– ভাববেন না আপনাকে খুশি করতে নাম চেঞ্জ করেছি; আপনি না বললেও করতাম
– জানি তো! ক্লাস ফাঁকি দিয়ে ফেইসবুকে কি সারাক্ষণ
– আমার ক্লাস করতে ভালো লাগেনা
– লক্ষণ খুব খারাপ, বিবাহ সন্নিকটে
– আমার বিয়ে এত তারাতারি হবে না, তাছাড়া আমার মত পেঁচাকে বিয়ে করবেটা কে শুনি
– কেন ড্যেরেন সামির চাচাত ভাই
– আপনার মাথা
– আচ্ছা বাদ দাও এসব কথা, হুতুম পেঁচা কেমন আছে সেটা বলো
– হুতুম পেঁচার মাথা ব্যাথা করছে
– কখন থেকে.?? আমারও বিকেল থেকে মাথা ব্যথা করছে.!!
– ওমা তাই নাকি.? আপনার ব্যথা তাহলে আমার কাছে চলে এসেছে, আমার সন্ধ্যা থেকে
– ওষুধ খেয়েছো.? জ্বর টর নাই তো.??
– আরে ধুর.! মাথা ব্যথার জন্য ওষুধ লাগে নাকি.?? এমনি সেরে যাবে। আপনার খবর কি ??
– আমার কোনো খবর নেই
– না বলতে চাইলে জোর করব না
– এইতো বুঝতে পেরেছ, বোঝার জন্য ধন্যবাদ
– ওয়েলকাম। কি করছিলেন.??
– ফেসবুকে মানুষ কি করে
– অনেক কিছুই তো করে! গার্ল ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলেন না তো
– সব গোবরে কি পদ্মফুল ফোটে
– আপনি সব সময় বাঁকা কথায় উত্তর দেন। বিষয়টা খুব একটা ভালো না
– আম গাছ থেকে কাঁঠাল আশা করাটাও কিন্তু অন্যায়
– আবার.! আচ্ছা বাদ দেন। আমার সাথে প্রেম করবেন.?? কিন্তু, শর্ত প্রযোজ্য.!!
– রাজি আছি
– কিন্তু শর্ত আছে.! আমার সাথে প্রেম করতে হলে আমার সাথে কোন প্রকার দেখা করা কিংবা যোগাযোগ করা যাবে না
– এইটা আবার কেমন প্রেম.??
– মজাটা তো এখানেই। কেউ কাউকে দেখবে না জানবে না কিন্তু একটা অদৃশ্য কানেকশন থাকবে। সে কানেকশনই বলে দেবে কে কেমন আছে। ভালো না.??
– শুধু ভালো না খুব ভালো। সিনেমা নাটকেও এমন প্রেম দেখা যায় না। আদিম মানুষের মাঝে এমন প্রেম থাকলেও
থাকতে পারে। তোমার দাদা-দাদীকে একটু জিজ্ঞেস করে দেখিও
তো তাদের আমলে এমন জিনিসের অস্তিত্ত্ব ছিল কিনা.??
– প্রেমের আবার আদিম-আধুনিক কি.? আপনার মত বেরস
মানুষের সাথে এসব আলোচনা করে লাভ নেই। রাত অনেক
হয়েছে। আপনার মাথা ব্যথা করছে আপনি ঘুমান। গুড
নাইট, Bye….
– তুমি কি করবে.??
– দেখি কোনো প্রেমিক কে রাজী করাতে পারি কিনা.??
লিখেছেন: ফিরোজ সাহেব
মন্তব্য চালু নেই