অদ্ভুত প্রতিযোগিতা : নারীর বুকে ঝোলানো আঙুর ফল খাওয়া! (ভিডিও)
সম্প্রতি চীনে এক আজব প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেল। সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে সম্প্রতি চীনের একটি সংস্থা এ আয়োজন করে। এ আয়োজনে নারী সহকর্মীর বুকে ঝোলানো আঙুর মুখ দিয়ে ছিঁড়ে খেতে হবে। এ নিয়ে প্রতিযোগিতা।
সাধারণত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক বাড়াতে বিভিন্ন দেশে নানা ধরনের গেমস-এর প্রচলন রয়েছে। তবে সেই গেমস-এর মধ্যে চীন সবাইকে ছাড়িয়ে গেছে নতুন এই কাণ্ডটি করে।
প্রতিযোগিতার নিয়ম হলো- একজন করে নারী আর পুরুষকে নিয়ে হবে একটি করে দল। নারী-কর্মীদের ঘাড়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এক গুচ্ছ আঙুর ফল।
যা তাদের বুকের কাছে ঝুলছে! আর পুরুষ-কর্মীরা চেষ্টা করবেন হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে ফল টেনে নেওয়ার! যিনি যত কম সময়ে সবকটা আঙুর খেয়ে ফেলতে পারবেন, তিনিই জিতবেন! সঙ্গে জিতবেন সেই দলে থাকা তার নারী সহকর্মীও!
গত ১৩ সেপ্টেম্বর চীনের একটি ওয়েবসাইটে এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে শোরগোল পড়ে যায় দুনিয়া জুড়ে! দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই