অতিরিক্ত মদপানে একই পরিবারের তিন জনের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে অতিরিক্ত মদপানে একই পরিবারের তিন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশীরাম গ্রামে সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের যদুলাল (৬২), তার স্ত্রী রিনা বালা (৪০) ও শ্যালক জয়পুরহাটের রঞ্জন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে কাশীরাম সুইপার কলোনীতে যদুলালের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে ওই তিনজন নিজেদের তৈরি মদ পান করে ঘুমিয়ে পড়েন। সকালে রিনা বালা ও রঞ্জনকে বিছানাতেই মৃত দেখতে পায় পরিবারের অন্য সদস্যরা।
অপর গুরুতর আহত যদুলালকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, অতিরিক্ত পদ পানে তাদের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য চালু নেই