অত:পর মানুষ হ

অত:পর মানুষ হ

সাহাদাত সাঈদ

মানুষ হয়ে জন্মে তুই
মানুষ হলি না,
মানুষ নামের মনুষ্যত্ব
খুজে পেলি না।
পশুর চেয়ে অধম হলি
মানুষ রলি না,
অমানবিক আচরন তোর
মানবিক হলি না।
অহরহ কাণ্ড ঘটাস
অসভ্যের মত,
সভ্যতার ছিটেফোচা
তোর থেকে গত।

তোর হাতে নির্যাতিত
কাজের লোকটা,
হৃদয়হীনের মতই তোর
অন্তর আত্মাটা।

বর্বরতার যুগকেও তুই
করে দিলি থ,
অনেক হয়েছে তোর
এবার মানুষ হ।

(রাজনকে উৎসর্গ)



মন্তব্য চালু নেই