অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রামেক হাসপাতালে ৬ ব্যক্তি

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহীতে অজ্ঞান পার্টির শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা পুলিশ তাদের উদ্ধার করে।

তবে সবায় অচেতন থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তারা অচেতন হয়। তাদের কাছ থেকে মালামাল হাতিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এনামুল হক বলেন, শাহ মখদুম থানা পুলিশ নওদাপাড়ায় অচেতন অবস্থায় ৬ জনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। তাদের চিকিৎসা চলছে। জ্ঞান ফিরলে সবকিছু জানা যাবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই