অঙ্গ পরিবর্তনের ব্যাপারে ঠিক কখন থেকে ভাবতে শুরু করে মানুষ? (ভিডিও)

ঠিক কোন সময় পর্যন্ত আমরা আমাদের দেহ নিয়ে সন্তুষ্ট ছিলাম? তারই প্রশ্ন খুঁজেছেন এই ভিডিওটির পরিচালক। ভিডিওতে দেখা যায়, এক চলচ্চিত্রকার শিশুসহ ৫০ জনের মত মানুষকে ক্যামেরার সামনে দাঁড় করায় এবং তাদের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চায়।

প্রশ্নটি হল, ‘তুমি যদি তোমার দেহের ১টি জিনিস পরিবর্তন করতে চাও, তাহলে তুমি কোনটি করবে? বড়দের উত্তরগুলো কাউকেই হতচকিত করবে না। কারণ দেহের কোন অংশ পরিবর্তনের প্রশ্নে অন্তত ১০টি জিনিস আমরা অনায়াসেই বলতে পারি।

কিন্তু ভিডিওতে শিশুদের উত্তরগুলোই আপনাকে ভাবাবে। কারণ বেশিরভাগ শিশুই দেহের পিছনে লেজ অথবা মুখে হাঙ্গরের দাঁত লাগানোর কথা বলে। আবার এর মধ্যে একজন, তার দেহে পরিবর্তন করার মত কিছুই নেই বলে জানায়।

শিশুদের পৃথিবীতে তারা চিন্তাও করে না নিজের দেহের পরিবর্তন নিয়ে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরাই আমাদের দেহের কিছু অংশ নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের নিজেদের যার যার দেহ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত নয় কি?

li lit litt



মন্তব্য চালু নেই