সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির আলোচনা সভায় বক্তারা
অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বেলা ১১টায় সিলেট গোটাটিকরস্থ সমিতির সদর দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুুবুল আলমের সভাপতিত্বে ও এজিএম প্রকৌশলী আলাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন, সচিব সাংবাদিক আব্দুল আহাদ, পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিটু, পরিচালক আক্তার হোসেন রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম আজিজুর রহমান সরকার, বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, এজিএম এমএস মিনাল কান্তি চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের সব চেয়ে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা। সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামে যারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের সকলের সম্মান জানানো উচিত। বিশেষ করে বিদ্যুৎ বঞ্চিত মুক্তিযোদ্ধাদের পরিবার ও প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, বিদ্যুৎ বিভাগ মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। পরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
মন্তব্য চালু নেই