অকালে চুল পাকলে যা করবেন
অনেকেই আছেন যাদের অল্পবয়সেই চুল পাকা শুরু করেছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকতে পারে। এটি বিব্রতকর একটি ব্যাপার।
তবে প্রাকৃতিক উপায়েই চুল পাকা রোধ করা সম্ভব। দেখে নেওয়া যাক তেমন কিছু উপায়—
আমলকি ও লেবুর রসের মিশ্রণ
আমলকির গুড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন ১ ঘণ্টা করে মাথার চামড়ায় ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে।
পেঁয়াজ বাটা
পেঁয়াজ বাটা চুল পাকা রোধের অত্যন্ত কার্যকরী অস্ত্র। পেঁয়াজ ভালোমত বেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। কিছু কয়েকদিনের মধ্যেই পাকাচুল কালো হয়ে যাবে।
নারিকেল তেল ও লেবুর রস
চার চা-চামচ নারিকেল তেলের সঙ্গে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার সেটি চুলের গোড়ায় ও মাথার চামড়ায় লাগান। দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে।
গাজরের রস
ব্লেন্ডারে গাজর, পানি, চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার সেটি নিয়মিত পান করুন। প্রতিদিন অন্তত একগ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন।
তিলের বীজ ও বাদাম তেল
প্রথম তিল বীজ গুঁড়ো করে নিন। এরপর তা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলে ও মাথার চামড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
মন্তব্য চালু নেই