হামলার হুমকিতে মস্কোয় ৩ রেলস্টেশন খালি
বোমা হামলার হুমকিতে মস্কোয় তিনটি রেলস্টেশন খালি করে ফেলা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীকে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকির ঘটনায় কাজাস্কি ও লিনানগাস্কি রেলস্টেশন থেকে কয়েক হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া যুলোভাস্কি রেলস্টেশন থেকে অন্তত সাড়ে সাতশ’ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিস্ফোরক বের করতে প্রশিক্ষিত কুকুর নিয়ে রেলস্টেশনগুলো তন্ন তন্ন করে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য চালু নেই