কবিতা
রাঈখ হাতাশি: আওয়ার নিউজ বিডি ডটকম
আওয়ার নিউজ বিডি ডটকম
—রাঈখ হাতাশি
আওয়ার নিউজ বিডি ডটকম,
যদি সংবাদে দিতে হয় একটুখানি দম-
জাতীয়, আন্তর্জাতিক, সংস্কৃতি ও বিনোদন,
অর্থনীতি, রাজনীতি, মতামত, সাহিত্য ও বিজ্ঞান।
সবার আগেই পাবেন সঠিক-সত্য সংবাদ,
লক্ষ-কোটি পাঠকের মাঝে পড়বেন না যেন বাদ।
ইন্টারনেট-অনলাইনে পাবেন খুব দ্রুত,
ছাপা কাগজে আর সামাজিক যোগাযোগের সাইট আছে যত;
টুইটার, ফেসবুক, ইউটিউব আরো যত পরিচিত নাম,
সবায় খুজে পাবেন আওয়ার নিউজ বিডি ডটকম।
মন্তব্য চালু নেই