আবু মুসা'র কবিতা:
মিলি খাঁন
মিলি খাঁন মিলি খাঁন
কে রাখলো নাম খান।
মিলি খাঁন, চিড়ি খান
পানি খান চিবিয়ে
রাগ হলে সুখ পান
যাকে তাকে কিলিয়ে।
রাস্তায় রোজই দেখি
নাচানাচি করতে
চান না রোগে শোকে
অকালে মরতে।
রোজই যায় ব্যামাগারে
সাতরায় জলেতে,
কান্নায়, গান গায়
বেসুরে গলাতে।
হাসলে দাত তার
দেখা যায় ফোকলা,
ছবিতে পোচ দেয়
নিঃশ্ব সে একলা।
মাঝে মাঝে দেখি তারে
হি হি করে হাসতে
একটাই গুনতার
পারে শুধু নাঁচতে।
রাত জেগে সূর্য দেখে
দিনে থাকে ঘুমিয়ে।
চাঁদ তারা ভালবেসে
তাকে যায় চুমিয়ে।
আসলে মেয়েটা অতিশয় লক্ষী
যে লিখেছে কবিতাটা
সেই হলো ফক্কি।
মন্তব্য চালু নেই