মাশরাফির অবসরের খবর নিয়ে বিসিবি সভাপতি পাপন যা বললেন
টিম যখন হেরে যায় তখন প্রায়ই দলনেতার অবসর আলোচনায় আসে। অবশ্য হুটহাট করে এই ঘোষণা দিয়েছেন ক্রিকেট বিশ্বের অনেকেই। মাশরাফিকে নিয়ে ওঠে এমন গুঞ্জন।
এ নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের
খবরকে ভিত্তিহীন বলে দাবী করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘এটা গুজব ছাড়া আর কিছুই নয়। আমার বিশ্বাস, মাশরাফি আমার সাথে কথা না বলে এমন কোনো সিদ্ধান্ত নিবে না।’
এছাড়া দলের মধ্যে অন্তর্কলহের গুঞ্জনও উড়িয়ে দিলেন তিনি। মুস্তাফিজকে অনেকেই দলে রাখতে চান না – আগের সাক্ষাৎকারে নিজের বলা এমন কথাকেও স্রেফ গুজব বলে উল্লেখ করলেন তিনি।
তিনি বললেন, ‘টিম যখন জিততে থাকে তখন দোষগুলোও চোখে পড়ে না। আর যখন হারতে থাকে তখন যেটা হয়নি সেটাকেও সত্যি মনে হয়।’
মন্তব্য চালু নেই