মটরসাইকেল চুরি, সমযোতার চেষ্টা; অতঃপর শ্রীঘরে

গত ২৯ জুন ২০১৫ তারিখে আড়াইহাজার থানায় কর্মরত এস আই মোঃ ইমরান হোসেন ডেমরা থানাধীন পাড়াডগাইর এলাকার নুর মসজিদের (আসামীদের বাড়ি সংলগ্ন) সামনে তার ব্যবহৃত ও সদ্য ক্রয়কৃত মোটর সাইকেল (পালসার-১৫০, লাল রং, যার ইঞ্জিন নং- ৪৪৪৪২, চেসিস নং- ৪০৩৪৯) রেখে নামাজ পড়তে যায় এবং নামাজ শেষে এসে দেখে মোটর সাইকেলটি নেই।

খোজাখুজির পরে না পেয়ে ইমরান বাদি হয়ে ডেমরা থানায় একটি মামলা করে যার নং ০১/৮০ তারিখ ২৯-০৬-২০১৫ইং ধারা ৩৭৯ দ:বি:।

বাদিও বক্তব্য ও মামলার তদন্তে প্রকাশ পায়, ঘটনার দিন এলাকার বখে যাওয়া যুবক (১) মো: সাজু (৩২)ম পিং সাইদুর রহমান, সাং পাড়াডগাইর,(বাশেরপুল নূর মসজিদ সংলগ্ন) থানা ডেমরা, ঢাকা (২) নিয়ামুল কবীর আনাস, পিং মৃত আব্দুর রাজ্জাক, বাড়ি-৫৬, রোড-৬, পাড়াডগাইর শাহজালাল রোড, ডেমরা, ঢাকাদ্বয় ঘটনার দিন ও সময়ে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।

মামলার বাদির বক্তব্য অনুযায়ী আরো জানা যায়, ঘটনার রহস্য উদঘাটিত হবার পর থেকে আসামীদ্বয় ও স্থানীয় এমপির ভাতিজা এবং স্থানীয় আওয়ামীলীগ নেতারা বিষটি মিমাংসা করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারাও ব্যর্থ হলে তাদের সহয়তায় গত ১৩ অক্টোবর ২০১৫ তারিখে আসামীদ্বয়কে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।



মন্তব্য চালু নেই