ভাঙতে চলেছে মহাদেশ! বিপদ ঘনাচ্ছে বিশ্ববাসীর!

ফাটল ধরেছে বরফের দেওয়ালে। কয়েকদিনের মধ্যেই তা ভেঙে পড়তে পারে মূল চাঁই থেকে। আর তার পর…
প্রকৃতির এমনই ভয়ানক রূপ ধরা পড়েছে নাসা-র ‘অপরেশন আইসব্রিজ’-এর তথ্যে। দক্ষিণ মেরুর বরফ-দেওয়ালের এই ফাটল দেখা গিয়েছিল গত বছর নভেম্বরেই। এক মাসের মধ্যেই সেই ফাটল বেড়ে প্রায় ১৮ কিলোমিটার হয়ে যায়। ‘লারসেন সি’ নামে এই আইস-শেল‌্ফ, বর্তমানে মূল মহাদেশটির সঙ্গে যুক্ত রয়েছে মাত্র ২০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র উপদ্বীপের মাধ্যমে।

বৈজ্ঞানিকদের মতে, দু-এক মাসের মধ্যেই হিমশৈলীটি মূল উপদ্বীপ থেকে ভেঙে যাবে। বর্তমানে আইসবার্গটির আয়তন প্রায় ১১৩ কিলোমিটার লম্বা, ৩০০ ফুট প্রস্থ ও ৫০০ মিটার গভীর। বিশেষজ্ঞদের মতে, হিমশৈল এ ভাবে ভেঙে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়।

প্রসঙ্গত, এর আগে, ২০০২ সালেও ‘লারসেন সি’ আইস-শেল‌্ফ থেকে হিমশৈল ভেঙে পড়ে। তবে, তা আকারে ছোট ছিল। মূলত গ্লোবাল ওয়ার্মিঙের জন্যই হচ্ছে এই অঘটন।



মন্তব্য চালু নেই