বিপিএলে খেলতে চায় আরো বিদেশি ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে খেলার জন্য আরো বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশা করেছে। এরই মধ্যে দেশি ১২৩ এবং বিদেশি ১৯৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিপিএল কমিটি। তবে বিদেশিদের তালিকা আরো লম্বা হচ্ছে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
শনিবার বিকেলে মিরপুর স্টেডিয়ামে বিপিএলে বিদেশি ক্রিকেটার অন্তর্ভূক্তির বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘বিদেশি ক্রিকেটারের কোটায় আরো ১৫ খেকে ২০ জন যোগ হচ্ছে। এরমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, ১৫০ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন পূর্ণ করে ফেলেছেন।’
বিপিএলের তৃতীয় আসরে এরই মধ্যে ১৯৬ জনের সঙ্গে নতুন করে আরো ১৫ থেকে ২০ জন বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছে। তবে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা এখনই কমাতে রাজী নয় বিসিবি। নতুন আবেদন করাদের নিয়েও ভাবছে তারা।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘বিদেশি ক্রিকেটার এই মুহূর্তে কমানো হচ্ছে না। ইতোমধ্যে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে ১২ জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করা হবে। এই মুহূর্তে এমন চিন্তা ভাবনা নেই। আর দেখা যাচ্ছে যে, কিছু দেশীয় ক্রিকেটার তো বাদ পড়ে যাবে। এটা নির্ভর করছে পরবর্তী অবস্থা কি হয়, তার ওপর। আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে দেশি ও বিদেশি কিছু খেলোয়াড় বাড়ানো যায় কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। তাই বলে এই মুহূর্তে বিদেশি খেলোয়াড় কমানোরর কোনো চিন্তা ভাবনা নেই।’
মন্তব্য চালু নেই