প্রাকৃতিক দুর্যোগে যে দোয়া পড়বেন

আল্লাহ তাআলা মানুষকে ঝড়-তুফান, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, নিম্নচাপ, চন্দ্রগহণ ও সূর্যগ্রহণ ইত্যাদি বিপদাপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। তাছাড়া এ সবই আল্লাহ তাআলা শক্তিমত্তা, প্রজ্ঞা ও ক্ষমতার নির্দশন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এক সঙ্গে ধ্বংস না করা হয়। প্রাকৃতিক ‍দুর্যোগের সময় আল্লাহর রাসুল বেশি বেশি তাওবা-ইসতেগফার করতেন এবং অন্যান্যদেরকেও নির্দেশ তা পড়ার নির্দেশ দিতেন।

উচ্চারণ : ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’
অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি এবং ভরসা নেই। (বুখারি ও মুসলিম)

তাছাড়া বিপদাপদে পড়লে দোয়া ইউনস পড়ার কথাও হাদিসে উল্লেখ রয়েছে-
উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনজ জ্বালিমিন।
অর্থ : আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অপরাধের অন্তর্ভূক্ত। (সুরা আম্বিয়া : আয়াত ৮৭)

আল্লাহ তআলা মুসলিম উম্মাহকে ঝড়-তুফান, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, নিম্নচাপ, চন্দ্রগহণ ও সূর্যগ্রহণসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে তাওবা ও ইসতেগফার করার তাওফিক দান করুন। সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করুন। আমিন।



মন্তব্য চালু নেই