পিকু-তে একসঙ্গে যীশু-দীপিকা

টলিউডের যীশু সেনগুপ্তর সঙ্গে এবার জুটি করছেন দীপিকা পাড়ুকোন। সুজিত সরকারের পরবর্তী ছবি ‘পিকু’তে একসঙ্গে কাজ করবেন দুজনে। এই ছবির অভিনেতার তালিকা আগে থেকেই ছিল তারকাখচিত। সুজিতের ‘পিকু’তে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইরফান খানও। এবার যীশুকে দীপিকার বিপরীতে নিয়ে নতুন চমক দিলেন সুজিত। তবে যীশুর এটা প্রথম হিন্দি ছবি নয়। এর আগে যীশুকে দেখা গেছে অনুরাগ বসুর ছবি ‘বরফি’তে ইলিনা ডি ক্রুজের বিপরীতে ছোট্ট একটি ভূমিকায়। এছাড়াও তাঁকে প্রদীপ সরকারের পরের হিন্দি ছবি ‘মার্দানি’তে রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
জাতিস্মরে যীশুর অভিনয় দেখেই তবে তাঁকে নিজের ছবিতে নিতে রাজি হয়েছেন সুজিত। আর সুজিতের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যীশুর প্রতিক্রিয়া, আমি আমার মনের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বিগ বি-র সঙ্গে কাজতো যীশুর জীবনে ছিল স্বপ্ন। যীশুর ভাষায়, ইরফান খানের মতো অভিনেতাকে তিনি সম্মান করেন। আর দীপিকা তো একালে সকলের ড্রিমগার্ল। পিকুর শ্যুটিংয়ের জন্য আগামী আগস্টে মুম্বাই যেতে হবে যীশু সেনগুপ্তকে।



মন্তব্য চালু নেই