দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু
টানা ২৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। বিদেশ থেকে প্রয়োজনীয় বিস্ফোরক চলে আসায় শনিবার সকাল ৯টার দিকে পাথর উৎপাদন শুরু হয়।
শনিবার বিকেল পর্যন্ত খনি থেকে ৯০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে। বর্তমানে খনিতে ভূগর্ভে এক শিফটে কাজ চলছে। চলতি মাস থেকে দ্বিতীয় শিফট চালু হবে। এছাড়া জুলাই থেকে তৃতীয় শিফট চালু করে পুরোদমে পাথর উত্তোলন শুরু করবে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবুল ফজল নাজমুল আহসান হায়দার জানান, ভারত থেকে আমদানীকৃত পাথর উত্তোলনের জন্য অতি প্রয়োজনীয় বিস্ফোরক ৮মে খনিতে এসে পৌঁছে। তিনি আরো জানান, বিস্ফোরক সংকটে ১৪ এপ্রিল থেকে পাথর উৎপাদন বন্ধ খাকলেও এ সময়ের মধ্যে খনি ভূগর্ভে জার্মানির তৈরি একটি অত্যাধুনিক ওজন পরিমাপক যন্ত্র বসানোসহ বড় ধরণের রক্ষণাবেক্ষণের কাজ করেছে জিটিসি।
বিস্ফোরক সংকটে আবারো উৎপাদন বন্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে এমডি বলেন, ভারত থেকে পর্যাপ্ত পরিমান বিস্ফোরক আমদানি করা হয়েছে।
চীন ও মালয়েশিয়া থেকে আরো বিস্ফোরক আমদানির প্রক্রিয়া চলছে। ফলে বিস্ফোরক সংকট আর দেখা দিবে না।
মন্তব্য চালু নেই