ঢাবিতে ছাত্রদলকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাসুম বিল্লাহ নামে এক ছাত্রদল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছেন সেটা নিশ্চিত করে বলতে পারনেনি তিনি।

বৃহস্পতিবার সকালে ক্লাস শেষে বিভাগ থেকে নিচে নামলে কলাভবনের নিচে তার ওপর অতর্কিতভাবে এ হামলা চালানো হয়।

তিনি দাবি করে বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল), জগন্নাথ হলসহ কেন্দ্রীয় কিছু ছাত্রলীগ নেতা এ হামলায় অংশ নেন। হামলায় অংশ নেয়া প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জোড়ালো দাবি করলেও তিনি কারও নাম বলতে পারেননি।

আহত মাসুম বিল্লাহ বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলের অনাবাসিক ছাত্র ছিলেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর হল থেকে তাকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ ক্লাস শেষে কলাভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সংঘবদ্ধ কয়েকজন তার ওপর হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আমজাদ আলী সত্যতা স্বীকার করে বলেন, ‘কেউ লিখিত অভিযোগ করলে তার প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব।



মন্তব্য চালু নেই