‘টি-টোয়েন্টিতে শক্তিশালী দল নিউজিল্যান্ড’
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড শক্তিশালী দল। র্যাংকিং-ই সে কথা বলছে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে তারা মাঠে নামবে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে থেকে। অপরদিকে বাংলাদেশ নামছে দশম স্থানে থেকে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে তাই লড়াইটা হবে র্যাংকিংয়ে এক ও দশ নম্বর দলের মধ্যে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। মাঠে নামার আগে নিউজিল্যান্ডকে সমীহ করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
নিউজিল্যান্ড দল নিয়ে সাকিবের ভাষ্য,সব মিলিয়ে নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত দল। খুব ভালো বোলিং আক্রমণ তাদের। এমন সব ব্যাটসম্যান আছে যে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমাদের সেরাটা খেলতে হবে তাদের সঙ্গে লড়তে ও জিততে।
মন্তব্য চালু নেই