চমকে ভরপুর রণবীর-ক্যাটরিনার নতুন ছবি

আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটির নতুন ছবি ‘জাগ্গা জাসুস’। ছবিটির ট্রেইলার প্রকাশিত হয় সোমবার।

হারিয়ে যাওয়া বাবার খোঁজে বেরিয়ে পড়া এক যুবকের অভিযাত্রা নিয়ে এগিয়েছে ছবির গল্প। বাবাকে খুঁজতে গিয়ে এক তরুণের জীবন কীভাবে পাল্টে যায় তাই দেখানো হবে ‘জাগ্গা জাসুস’ ছবিতে।

অনুরাগ বসুর পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন আদাহ শর্মা, কলকাতার জনপ্রিয় অভিনেতা শ্বাশ্বত চ্যাটার্জী, গোবিন্দ, সৌরভ শুক্লা, সায়ানি গুপ্তা।

ওয়াল্ট ডিজনি ও ইউটিভি মোশন ফিকচার পরিবেশিত ছবিটি প্রয়োজনা করেছেন অনুরাগ বসু ও রণবীর কাপুর। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।



মন্তব্য চালু নেই