ক্রিকেটের ছক্কা দিবস

আজ ক্রিকেটের ছক্কা দিবস! হ্যাঁ সত্যিই তাই। কারণ আজকের এইদিনেই পরপর ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটেরে কিংবদন্তি গ্যারি সোবার্স।
১৯৬৮ সালে এক কাউন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে স্বীকৃতি ক্রিকেটে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তিনি এ রেকর্ড করেন।
১৯৬৮ সালের সেই ছক্কা বন্যার পর ও কাজ করতে পেরেছেন আর মাত্র ৪ জন ক্রিকেটার। তারা হলেন-
জর্ডন ক্লার্ক (ল্যাঙ্কাশায়ার, ২০১৩ সালে)
যুবরাজ সিং (ভারত, ২০০৭ সালে)
হারশাল গিবস (দ. আফ্রিকা, ২০০৭ সালে)
রবি শাস্ত্রী (ভারত, ১৯৮৫ সালে)
গ্যারি সোবার্স (নটিংহ্যামশায়ার, ১৯৬৮ সালে)
































মন্তব্য চালু নেই